Wednesday, April 6, 2011

ধানমন্ডি ৫

আঁকান্তিস বেশ জমে উঠেছে, ইদানীং লোকজনের উৎসাহ দেখে উদ্যোক্তারাই ভর্কি খেয়ে যাচ্ছেন। উদ্যোক্তারা ফাঁকি মারতে চাইলেও অন্যদের কারণে তা সম্ভব হচ্ছে না। সেদিন (মার্চ মাসের মাঝামাঝি, তারিখ খেয়াল নেই) ধানমন্ডি ৫ এ সবাই মিলে শুরু হয়েছিলো আঁকিবুকি। সব্যদা প্রথমে 'কেন আঁকিব' ইত্যাদি বিষয়ে কিছুক্ষণ কথা বলেন। তারপর শুরু হয় আঁকিবুকি, সে সময়ের কিছু SNAPs

মনযোগী হবার ভান

ব্রিফিং দিচ্ছেন সব্যসাচী মিস্ত্রী

আঁকা শুরু

আঁকতে আঁকতে আঁকিয়ে

আবার মনোযোগের ভান