Sunday, May 15, 2011
banor. =))
chiria khana e picnic ta khub moja hoisilo. banor aka buki korar por mone hocce abar jaite hobe.
eri moddhe ekti banor akar chesta. hope u guys would enjoy. :))
Friday, May 13, 2011
আঁকান্তিসঃ মিরপুর চিড়িয়াখানা
![]() ![]() |
তারিক সাইফুল্লাহ তার জলরঙ্গের ডালি খুলে রাখায় লোভ সামলাতে না পেরে বহুদিন পর জল রঙ ধরলাম |
![]() |
সম্বর আর কিছু পাতা কুড়োনি মেয়ে |
![]() |
জল রঙ |
![]() |
খিদা পেটে ফিরবার পথে বসুন্ধরা ফুড কোর্ট |
![]() |
বানর আঁকা যে এতকঠিন--- আঁকা শুরু করার আগে তা বুঝি নাই। পেন্সিল খাতায় চোঁয়াতে না ছোঁয়াতে তারা গোটা দশেক পোজ পাল্টায়। আঁকতে গিয়ে এত অসহায় আর লাগে নাই। |
![]() |
সজারু আর মজারু ফ্লামিঙ্গো |
![]() |
একটু পর বুদ্ধি করে মা বানর আর বুড়ো গুলিকে আয়ত্ত করলাম, এরা কম নড়ে |
![]() |
রাফ, স্পিডি রাফ |
![]() |
আরো |
![]() |
হেড স্টাডি![]() |
![]() |
সিঙ্গি |
![]() |
ভালুক |
Monday, May 9, 2011
আঁকান্তিসঃবসুন্ধরা মার্কেট
সেদিন ছিল ফেব্রুয়ারির ১৮। বিশ্বকাপ কৃকেটের প্রথম দিন। আমরা আঁকান্তিসের সবাই দল বেঁধে আঁকতে গেলাম বসুন্ধরা শপিং মলের ফুড কোর্ট এ। এই একটা জায়গায় আঁকতে যাবার আগ্রহ আমাদের সবার অনেক বেশী থাকে। কারণগুলি... হে হে, শুধু ফ্রেঞ্চ ফ্রাই না এইটুক শুধু বলএ পারি। যা-ই হোক আমরা ওইদিন আঁকতে আঁকতে ভারত বাংলাদেশ খেলা শুরু হয়। একটা টেবিল নিয়ে প্রতি এক ঘন্টার জন্যে ৬০ টাকার একটা ফ্রেনচ ফ্রাই নেই আর ৮ জন মিলে সেটা খুঁটে খুঁটে ঘন্টা পার করছি। ফুড কোর্টের লোকজন কলিযুগেও দৃষ্টিতে আমাদের ভস্ম করবার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মাঝে শুরু হল খেলা, কে আর আঁকে? শুরু হল খেলা দেখা। এর মাঝেও অবশ্য গ্যাপ এ গ্যাপ এমানুষজনের খেলা দেখার ভঙ্গী স্টাডি চলল। (আশা করি বাকিরাও আলসেমী কাটিয়ে তাদের আঁকাগুলি পোস্ট দেবে)
আমরা আসলে আরো অনেক এঁকেছি, কিন্তু পোস্ট দেবার সময় করে উঠতে পারিনি, সারাদিন ঘুমানোর পর আর সময় কই?
Subscribe to:
Posts (Atom)