Monday, May 9, 2011

আঁকান্তিসঃবসুন্ধরা মার্কেট

সেদিন ছিল ফেব্রুয়ারির ১৮। বিশ্বকাপ কৃকেটের প্রথম দিন। আমরা আঁকান্তিসের সবাই দল বেঁধে আঁকতে গেলাম বসুন্ধরা শপিং মলের ফুড কোর্ট এ। এই একটা জায়গায় আঁকতে যাবার আগ্রহ আমাদের সবার অনেক বেশী থাকে। কারণগুলি... হে হে, শুধু ফ্রেঞ্চ ফ্রাই না এইটুক শুধু বলএ পারি। যা-ই হোক আমরা ওইদিন আঁকতে আঁকতে ভারত বাংলাদেশ খেলা শুরু হয়। একটা টেবিল নিয়ে প্রতি এক ঘন্টার জন্যে ৬০ টাকার একটা ফ্রেনচ ফ্রাই নেই আর ৮ জন মিলে সেটা খুঁটে খুঁটে ঘন্টা পার করছি। ফুড কোর্টের লোকজন কলিযুগেও দৃষ্টিতে আমাদের ভস্ম করবার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মাঝে শুরু হল খেলা, কে আর আঁকে? শুরু হল খেলা দেখা। এর মাঝেও অবশ্য গ্যাপ এ গ্যাপ এমানুষজনের খেলা দেখার ভঙ্গী স্টাডি চলল। (আশা করি বাকিরাও আলসেমী কাটিয়ে তাদের আঁকাগুলি পোস্ট দেবে)


ওপরের বাম কোনার হুজুর দ্রষ্টব্য :P


সবার চোখ বোকা বাক্সে


সব্যদা বললেন, পারলে একবারেই এক্সপ্রেশনের সাথে ক্যারিকেচারিংটাও করে ফেলা

সত্য বলতে সেটা বেটার প্র্যাকটিস, এক্সপ্রেশনটা ধরাই আসল কথা আসলে
আমরা আসলে আরো অনেক এঁকেছি, কিন্তু পোস্ট দেবার সময় করে উঠতে পারিনি, সারাদিন ঘুমানোর পর আর সময় কই?

2 comments: